ক্ষণজন্মা ভাগ্যবিড়ম্বিত কবি ফেদেরিকো গারসিয়া লোরকা জন্মেছিলেন ১৮৯৮ সালের ৫ জুন স্পেনের আন্দালুসিয়ার ফুয়েন্তে বাকারোস নামক ছোট্ট একটি শহরে। লোরকা শুধু কবি নয় ছিলেন চিত্রশিল্পী, নাট্যকার ও সঙ্গীত পরিচালক। লোরকা কোন রাজনৈতিক মতাদর্শ গ্রহণ করেননি, তারপরও তাঁকে নির্মমভাবে হত্যা করা...